
বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার আফগানিস্তানের রশিদ খান। বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন তিনি। এবার বিশ্বের সেরা তিন ব্যাটসম্যানের নাম জানালেন রশিদ খান।
চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রশিদ। সম্প্রতি তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বসেরা ব্যাটসম্যান কে? জবাবে তিনি তিনজনের নাম জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ খান বলেন, আমার পক্ষে এর উত্তর দেওয়া কঠিন। তবে এতে সন্দেহ নেই যে বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও বাবর আজম বিশ্বসেরা ক্রিকেটার। তাদের ক্ষমতা সম্পর্কে আমাদের জানা আছে। তাদের ইনিংস শুরু ও শেষ করার ধরন রয়েছে যা আমি পছন্দ করি।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে কেন উইলিয়ামসন। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান তার। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
অন্যদিকে দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই তিনজনকেই বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে মানছেন রশিদ খান।