
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ওমানের বিপক্ষে নামে বাংলাদেশ দল।
প্রথম রাউন্ডের মত দ্বিতীয় রাউন্ডেও ওমানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। এর আগে প্রথম দেখায় ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল।
প্রথম রাউন্ডের ম্যাচে ওমানের জালে বল জড়াতে পারলেও এই ম্যাচে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। ওমানের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ।
ম্যাচের ২২ মিনিটে মোহাম্মদ আল গাফরির গোলে এগিয়ে যায় ওমান। এরপর ম্যাচের ৬১ মিনিটে খালিদ আল হাজরির গোলে ব্যবধান দ্বিগুণ করে ওমান। ৮১ মিনিটে জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশের কফিনে পেরেক ঠুকে দেন হাজরি। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে বাংলাদেশ। জয়ের দেখা পায়নি কোনো ম্যাচে। অন্য দুইটি ম্যাচ ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।