
চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম দুই ম্যাচে একরকম ব্যর্থ হয়েছেন লাউতারো মার্টিনেজ। এর ফলে প্যারাগুয়ের বিপক্ষে মূল একাদশে মার্টিনেজকে নাও দেখা যেতে পারে। তার পরিবর্তে মূল একাদশে জায়গা পেতে পারেন সার্জিও আগুয়েরো।
বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্জেটিনা কোচ লিওনেল স্কালোনি প্যারাগুয়ের বিপক্ষে মূল একাদশে আগুয়েরোকে খেলাতে পারেন। চিলির বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে খেলেছিলেন আগুয়েরো।
প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে ১ বছর ৭ মাস পর আর্জেন্টিনার শুরুর একাদশে ডাক পাবেন আগুয়েরো। সর্বশেষ ২০১৯ সালের ১৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে খেলেছিলেন আগুয়েরো।
উল্লেখ্য, চলমান কোপা আমেরিকায় প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল তারা।