
একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, জিম্বাবুয়ে সফরে যাবেন না মুশফিকুর রহিম।
এবার সেই গুঞ্জনই সত্যি হল। জিম্বাবুয়ে সফর থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন মুশফিক। টানা ক্রিকেটের ধকল সামলাতে জিম্বাবুয়ে সফর থেকে ছুটি চেয়েছেন মুশফিক।
সোমবার (২১ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, মুশফিকের চিঠি পেয়েছে আমরা এবং সে যে যুক্তি দিয়েছে তা ভালো। আমরা এ ব্যাপারে আলাপ-আলোচনা করবো। এটা সত্যি যে সে বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত।
আকরাম খান আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে যে মানসিক চাপ যাচ্ছে তা সামলানো অনেক কঠিন ব্যাপার। কোয়ারেন্টাইন ও বায়োবাবলে থাকা অনেক কঠিন। আমরা তার ছুটি ইতিবাচক হিসেবে দেখছি। দেখা যাক কি করা যায়।
উল্লেখ্য, আগামী ৭ জুলাই একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই তিনটি ওয়ানডে এবং ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।