
এক অসম্ভব কাজকে সম্ভব করতে উঠে পড়ে লেগেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো। দলটির সেরা তারকা লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী ভাবা হয় যাকে তাকেই কিনা মেসির সঙ্গে খেলাতে চান তিনি।
ক্রিস্টিয়ানো রোনালদোকে বার্সায় মেসির সঙ্গে খেলাতে চান হুয়ান লাপোর্তো। আগামী মৌসুমে রোনালদোকে বার্সায় আনা যায় কিনা এ ব্যাপারে বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছেন তিনি।
এমনই খবর প্রকাশ করেছেন স্প্যানিশ পত্রিকা এএস-এর ফুটবল বিষয়ক লেখক হ্যাভিয়ের জি ম্যাটালান্স।
ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছাড়ছেন তা অনেকটাই নিশ্চিত। এরপর তাকে কোন ক্লাবে দেখা যাবে সেটাই বড় বিষয়। এদিকে প্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক এই তারকাকে পেতে চায় বার্সা।
যদিও শোনা যাচ্ছে ইতালি ছেড়ে ফ্রান্সে যেতে পারেন রোনালদো। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়ে পারেন রোনালদো। এছাড়াও ম্যানচেস্টার সিটি ও এফসি পোর্তোর নামও শোনা যাচ্ছে।
এবার এ তালিকায় যোগ হলো বার্সেলোনার নাম। হ্যাভিয়ের জি ম্যাটালান্স জানিয়েছেন, এরই মধ্যে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিসের সঙ্গে যোগাযোগ করেছে বার্সা। এখন দেখার অপেক্ষা রোনালদো হ্যাঁ কিংবা না কোনটা বলেন।