
আগামী আগস্টে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সফরে আসার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ৩টি কঠিন শর্ত জুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ৩ কঠিন শর্ত মেনে নিয়েছে বিসিবি। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এমন তথ্য। অস্ট্রেলিয়ার প্রথম শর্ত ছিল ইমিগ্রেশন ছাড়াই তাদের বাংলাদেশে ঢুকতে দিতে হবে।
তাদের দ্বিতীয় শর্ত ছিল, একটি পাঁচতারকা হোটেলে অস্ট্রেলিয়া দল ও স্টাফ ছাড়া আর কেউ থাকতে পারবে না। আর শেষ শর্ত ছিল সবগুলো টি-টোয়েন্টি একটি ভেন্যুতে হতে হবে।
বিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হোটেল সোনারগাঁওয়ে থাকবে দুইদল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ইমিগ্রেশনের ব্যাপারটি নিয়ে সিভিল এভিয়েশনের চারটি টিমের সঙ্গে বিসিবির আলোচনা চলছে।