
চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে বল হাতে খুবই বাজে ফর্মে আছেন আবু হায়দার রনি। মোহামেডানের হয়ে খেলা এই বাঁহাতি পেসার টানা দুই ম্যাচে যাচ্ছেতাই পারফর্ম করেছেন।
সোমবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪ ওভারে তিনি খরচ করেছেন ৫৪ রান। এর আগের দিন আবাহনীর বিপক্ষে মোহামেডানের জার্সিতে ৪ ওভারে ৫০ রান দিয়েছিলেন রনি।
সর্বশেষ দুই ম্যাচে ৮ ওভার বোলিং করে রনি দিয়েছেন ১০৪ রান। কিন্তু বিনিময়ে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। এমন পারফরম্যান্সে দলকে বিপদে ফেলেছেন তিনি।
যার ফলে এবার রনিকে নিয়ে ভাবতেই হবে মোহামেডান টিম ম্যানেজমেন্টকে। হয়তো সামনের ম্যাচে একাদশে জায়গা নাও পেতে পারেন এই বাঁহাতি পেসার।