
কেশব মহারাজের হ্যাটট্রিকে ভর করে চার বছর পর বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। তারা সর্বশেষ ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল।
প্রথম ইনিংসে ২৯৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই অলআউট হয়ে যায় উইন্ডিজরা। দ্বিতীয় ইনিংসে আরও ১৭৪ রান যোগ করে উইন্ডিজকে ৩২৪ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা।
৩২৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। প্রথম টেস্টে ইনিংস ও ৬৩ রানে হেরেছিল তারা।
দ্বিতীয় টেস্টে ১৭.৩ ওভারে ৩৬ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেন মহারাজ। এছাড়াও কাগিসো রাবাদা ৩টি উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে প্রথম ইনিংসে অপরাজিত ২১ ও দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন রাবাদা।
দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। এমন পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রাবাদা। উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন কাইরন পাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে।