
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে। তবে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার আইপিএলের বাকি অংশে খেলবেন না।
মূলত আন্তর্জাতিক সিরিজের কারণে আইপিএলের বাকি অংশে খেলবেন না বিদেশি ক্রিকেটাররা। এদিকে আইপিএলের বাকি অংশে না খেলে দেশের হয়ে খেলতে চান ইংলিশ তারকা ক্রিকেটার জস বাটলার।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে তারা। আন্তর্জাতিক সিরিজ থাকায় ইংল্যান্ডের ১৩ জন ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
এদিকে আইপিএল না খেলে দেশের হয়ে খেলার কথা জানিয়েছেন বাটলার। তিনি বলেন, সাধারণত আইপিএলের সূচি আন্তর্জাতিক সূচির সঙ্গে সাংঘর্ষিক হয় না। এতে আইপিএলে অংশ নেওয়া সহজ। কিন্তু যদি সাংঘর্ষিক হয় তাহলে আমার কাছে ইংল্যান্ডই প্রাধান্য পাবে।
উল্লেখ্য, এবারের স্থগিত হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৭ ম্যাচ খেলে করেছেন ২৫৪ রান। এর মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলেন ১২৪ রানের ইনিংস।