
চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের ইনজুরির তালিকা যেন লম্বাই হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। এবার সে তালিকায় যোগ দিলেন মুশফিকুর রহিম।
সোমবার (২১ জুন) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। এবার এই চোটের কারণে ডিপিএলের সুপার লিগ থেকে ছিটকে পড়েছেন মুশফিক।
মুশফিকের চোটের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীস চৌধুরী গণমাধ্যমকে বলেন, আজ সকালে মুশফিকের হাতে স্ক্যান করানো হয়েছে। তার বাঁ হাতের তর্জনী আঙুলে একটা চিড় ধরা পড়েছে। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
তিনি আরও বলেন, এক সপ্তাহ পর আবারও মুশফিককে পর্যবেক্ষণ করা হবে। আশা করি সে সেরে উঠবে। জিম্বাবুয়ে সফর করতে পারবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই।
উল্লেখ্য, হাঁটুর ইনজুরির কারণে এরই মধ্যে ডিপিএলের সুপার লিগ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। এছাড়াও হাতে চোট পেয়েছেন তাসকিন আহমেদ। ইনজুরিতে আছেন মুস্তাফিজুর রহমান, লিটন দাসও।