
বাংলাদেশ স্পিন কোচের দায়িত্বে ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। কিন্তু করোনাকালীন সময়ে ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে খুব বেশি বাংলাদেশকে সময় দিতে পারেননি তিনি।
এবার ভেট্টোরিকে দেখা যাবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে। বার্মিংহাম ফনিক্সের সহকারী কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।
যদিও দলটির প্রধান কোচ হিসেবে কাজ করার কথা ছিল অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের। কিন্তু ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে প্রধান কোচের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এদিকে প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় ভেট্টোরি বলেন, আমাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ায় আমি খুব সম্মানিত বোধ করছি। ম্যাকডোনাল্ড খুবই শক্তিশালী একটি স্কোয়াড তৈরিতে সাহায্য করেছে। আমাদের নিয়মিত যোগাযোগ হবে যা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, আট দলের অংশগ্রহণে আগামী ২১ জুলাই থেকে মাঠে গড়াবে ‘দ্য হান্ড্রেডের’ অভিষেক আসরের।