
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৫২ ওভারে নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল ১৩৯ রান। জবাবে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে তারা।
নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত ৪ বার ফাইনালে উঠে প্রথম শিরোপা জিতল তারা। মূলত কেন উইলিয়ামসন ও রস টেলরের ৯৬ রানের জুটিতে ভর করে শিরোপা জিতেছে কিউইরা।
১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯ রান করে ফিরেন টম লাথাম। আরেক ওপেনার ডেভন কনওয়ে ফিরেন ১৯ রান করে। এরপর আর কোনো উইকেট হারায়নি কিউইরা।
উইলিয়ামসন ও টেলরের জুটিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। উইলিয়ামসন ৫২ রানে ও টেলর ৪৭ রানে অপরাজিত ছিলেন। এর আগে প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল ভারত। জবাবে ২৪৯ রান করে নিউজিল্যান্ড।
নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে যায় ভারত। যার ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৯। যা খুব সহজেই পার করে শিরোপা নিশ্চিত করেছে তারা।