
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে ভারত। এমন হারের পর ভারতের একাদশ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ভারত পরিস্থিতি বুঝে একাদশে সাজাতে ব্যর্থ হয়ে বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এদিকে দেশটির সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার তো সরাসরি রবীন্দ্র জাদেজার একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুললেন।
মাঞ্জরেকার বলেন, ভারত দুইজন স্পিনার নিয়ে খেলায় এটি দল নির্বাচনের দিকে প্রশ্ন তুলে। বৃষ্টির জন্য যেখানে টস পিছিয়ে যায় সেখানে ভারত দুইজন স্পিনার নিয়ে খেলতে নামে।
জাদেজা একাদশে থাকায় ভারতের কোনো লাভই হয়নি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জাদেজাকে ব্যাটিংয়ের জন্য একাদশে নেওয়া হয়েছিল, তার বোলিংয়ের জন্য নয়। আমি সব সময় এটার বিরোধী।
উল্লেখ্য, ফাইনালের প্রথম ইনিংসে ১৫ রান করে জাদেজা। প্রথম ইনিংসে বল হাতে কেবল টিম সাউদির উইকেট শিকার করেছিলেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ১৬ রান করলেও বল হাতে কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি।