
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
গত বছর মার্চের পর আবারও জাতীয় দলে ফিরেছেন রাসেল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রাসেলকে দলে ভিড়িয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) নির্বাচকরা।
গ্রানাডায় বাংলাদেশ সময় আজ রাত ১২ টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জুন। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ জুন, ১ ও ৩ জুলাই।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, এভিন লুইস, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ফ্যাবিয়ান অ্যালেন, ফিদেল এডওয়ার্ডস, ওবেদ ম্যাককয়, ও কেভিন সিনক্লেয়ার।