
বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ ও ব্যাটিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই এই দুইজনকে পেতে পারে টাইগাররা।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। টেস্টে ৯৩ ম্যাচ খেলে নিয়েছেন ৪৩৩ উইকেট। এছাড়াও রঙিন পোশাকে শিকার করেছেন ৯২টি উইকেট।
এর আগে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যানিয়েল ভেট্টোরি। তার সঙ্গে ১০০ দিনের চুক্তি করেছিল বিসিবি।
এদিকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞ না হলেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন অ্যাশওয়েল প্রিন্স। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি এবং ওয়ানডেতে ৩টি হাফসেঞ্চুরি রয়েছে তার।