
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানের ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে।
এছাড়াও লিটন দাস ১৯, আফিফ হোসেন ১২ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। প্রাইম ব্যাংকের হয়ে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন রুবেল হোসেন। এছাড়াও মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল মিয়া একটি করে উইকেট নিয়েছেন।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। এক প্রান্ত আগলে ধরে রাখেন রুবেল মিয়া, খেলেন ৪১ রানের ইনিংস। শেষদিকে নাঈম হাসান ১৯ ও অলক কাপালি ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।
তবে দলকে জেতাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয় প্রাইম ব্যাংক। এর ফলে ৮ রানে জয় পেয়েছে আবাহনী। আবাহনীর পক্ষে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়াও ২টি উইকেট শিকার করেন মেহেদী হাসান রানা।