
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। এই ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮৯ রানে হেরেছে শ্রীলঙ্কা। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কানরা।
প্রথমে ব্যাট করতে নেমে রীতিমত তাণ্ডব চালান দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ওপেনিং জুটিতে ১০৫ রান করেন তারা। ব্যক্তিগত ৫১ রানে সাঝঘরে ফিরেন বেয়ারস্টো।
অন্যদিকে ৪৮ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন মালান। ইংল্যান্ডের পক্ষে লিয়াম লিভিংস্টোন ১৪ রানের ইনিংস খেলেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। লঙ্কানদের হয়ে দুশমান্থ চামিরা ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। ইসুরু উদানা ও বিনুরা ফার্নান্দো ১টি করে উইকেট নেন।
১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন বিনুরা ফার্নান্দো। এছাড়াও ওশাদা ফার্নান্দো ১৯ ও নিরোশান ডিকভেলা ১১ রান করেন। বাকি কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেনি।
ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ৩টি, স্যাম কারান ২টি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, মঈন আলি ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট শিকার করেন।