
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০৯টি গোল করেছেন তিনি। তবে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ইরানের আলি দাই।
কিন্তু রোনালদো এখনও খেলা চালিয়ে যাচ্ছেন বলে আলি দাইয়ের ১০৯ গোলের রেকর্ড ভেঙ্গে শীর্ষে উঠার সুযোগ রয়েছে তার। যৌথভাবে শীর্ষে রয়েছেন তারা দুইজন।
৮৯ আন্তর্জাতিক গোল নিয়ে তালিকায় দুইয়ে আছেন মালয়েশিয়ার মুক্তার দাহেরি। এ তালিকায় চারে আছেন হাঙ্গেরির ফেরেঞ্চ পুসকাস। তিনি জাতীয় দলের জার্সিতে ৮৪টি গোল করেছেন।
জাম্বিয়ার জার্সিতে ৭৯ গোল করে পাঁচে আছেন গডফি চিতালু। এ তালিকায় ছয়, সাত ও আটে আছে যথাক্রমে ইরাকের হোসাইন সাঈদ (৭৮), ব্রাজিলের পেলে (৭৭) ও সংযুক্ত আরব আমিরাতের আলি মাবখোত। ৭৫টি গোল নিয়ে এরপরেই আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও হাঙ্গেরির সান্দর কোকসিস।