
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আজ রাত ১২টায়। বার্সার সঙ্গে নতুন চুক্তি করবেন কিনা সে ব্যাপারে এখনও কিছু বলেননি মেসি। চুক্তির মেয়াদ না বাড়ালে আজই শেষ হবে মেসির বার্সা অধ্যায়।
এরপর তিনি পুরোপুরি স্বাধীন হয়ে যাবেন। যে কোনো ক্লাবে ইচ্ছে করলে যেতে পারবেন তিনি। আবার যদি বার্সার সঙ্গে চুক্তিও হয় তাহলে মাঝে যে সময়টা কেটে যাবে, সে সময়টা মেসি কারো থাকবেন না, কোনো ক্লাবেরই না।
এদিকে বার্সা মেসিকে এক মিনিটের জন্যও হাতছাড়া করতে চায় না। কিন্তু সমস্যা হল, মেসি এখনও বার্সার নতুন প্রস্তাবে রাজি হয়নি। এমনকি না বলেননি। তবে আজ রাত ১২ টায় বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে।
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। পরপর বার্সার জার্সিতে একের পর এক শিরোপা জিতেছেন তিনি। এই অধিনায়ককে কোনোভাবেই হারাতে চায় না বার্সা। এখন দেখার পালা কি হয়!