
আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। আসন্ন এই সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিভিন্ন কারণে দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে আসবেন না দলের ৭ তারকা ক্রিকেটার।
তবে শোনা যাচ্ছে, বাংলাদেশ সফরে না এলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে ঠিকই খেলবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। এমনকি তাদের বাধাও দেবে না দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে আইপিএলের বাকি অংশ মাঠে গড়ানোর কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ৩১ ম্যাচ অনুষ্ঠিত হবে। যা চলছে ১৫ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, প্যাট কামিন্স। কামিন্স বাদে বাকি সবাই আইপিএলে অংশ নেবে বলে শোনা যাচ্ছে।