
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে চিলি। দ্বিতীয়ার্ধে ১০ জনের ব্রাজিলকে হারাতে পারেনি তারা।
ব্রজিলের কাছে হেরে বিদায়ের পর আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাওয়ের ওপর ক্ষোভ ঝাড়লেন চিলির অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদাল। তবে টুর্নামেন্টের ফেবারিট দল ব্রাজিলের কাছে হারায় চিলি মাথা উঁচু করে বিদায় নিয়েছে বলে মনে করেন ভিদাল।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ভিদাল বলেন, এই হারে আমরা খুবই হতাশ। আমাদের আরও অনেক বেশি প্রাপ্য ছিল। এমন একটি ম্যাচে এরকম রেফারি প্রয়োজন যে ব্যক্তিত্বসম্পন্ন ও দায়িত্বশীল, যে পক্ষপাতহীন ও যে কিনা ম্যাচের ভাঁড় হতে চায় না।
তিনি বলেন, আমরা কেবল গোলটাই করতে পারিনি। মাঠে এমন রেফারি থাকলে যে কিনা আমাদের খেলতেই দিচ্ছে না, আমাদের থামিয়ে দিয়ে নিজে মাঠের তারকা হতে চাচ্ছে, তাহলে কাজটা আমাদের জন্য কঠিনই।
তিনি আরও বলেন, আমরা টুর্নামেন্টের সেরা দলের কাছে হেরেছি। যারা নিজেদের মাঠে খেলছে। অন্তত আমরা মাথা উঁচু করেই বিদায় নিতে পারছি।