
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় ভোর ৭টায় ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে তারা।
এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলের লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে ২১টিতে জিতেছে আর্জেন্টিনা ও ৫টিতে জিতেছে ইকুয়েডর। অন্যদিকে ১০টি ম্যাচ ড্র হয়েছে।
এদিকে কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ইকুয়েডর। এর মধ্যে ১০টিতেই জিতেছে আর্জেন্টিনা। একটি ম্যাচেও জয় পেয়েছে ইকুয়েডর। আর বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ১২-০ গোলের। ১৯৪২ সালে কোপায় ইকুয়েডরকে ১২-০ গোলে হারিয়েছিল তারা। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডরের সবচেয়ে বড় জয় ২-০ গোলের।