
কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এই ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। প্রথমার্ধে জোড়া গোল করানোর পর নিজে করেছেন এক গোল। তিন গোলেই তিনি জড়িত আছেন। প্রথম দুই গোলে সহায়তা করেছেন ও অন্য একটি গোল তিনি করেছেন।
প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শেষে দলের হয়ে প্রথম ২ গোল করেন রোদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজ। আর ম্যাচের অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান বাড়ান মেসি।
এরই ফলে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। উরুগুয়েকে হারিয়ে সেমি নিশ্চিত করেছেন কলম্বিয়া।