
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে জয় পেয়েছে স্পেন, ইতালি, ডেনমার্ক ও ইংল্যান্ড।
এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে এই চারদল। প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইতালি। আর দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে লড়বে ইংল্যান্ড।
সেমিফাইনালের দুটি ম্যাচই লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে স্পেন।
ইংল্যান্ড আর ডেনমার্ক মধ্যকার সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়। চার দলের মধ্য থেকে জয়ী দুই দল আগামী ১২ জুলাই ফাইনালে মুখোমুখি হবে।