
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ হয়েছে। কোয়ার্টারে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা। এই চার দলের মধ্যে জয়ী দুই দল ফাইনালের টিকিট কাটবে।
প্রথম সেমিফাইনালে পেরুর বিপক্ষে লড়বে ব্রাজিল। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফেবারিট দল ব্রাজিলকে কঠিন পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিতে শক্তিশালী আর্জেটিনার বিপক্ষে লড়বে হবে কলম্বিয়াকে।
এই চারদল থেকে জয়ী দুই দল আগামী ১১ জুলাই রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।