
আগামী ৩০ জুলাই থেকে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখিয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
এলপিএলের ড্রাফটে থাকা সাত ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।
ড্রাফটে নাম থাকলেও এলপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটাররা। কারণ ওই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের।
জাতীয় দলের খেলা চলাকালীন কোনো ক্রিকেটারকে লিগে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান।
তিনি বলেন, এলপিএলের শুরুতে বাংলাদেশি ক্রিকেটাররা থাকতে পারবে না। কারণে তখন অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। এছাড়াও আমাদের কিছু সিরিজ আছে। তবে মাঝে যে ফাঁকা সময় আছে তখন তারা এলপিএলে খেলতে পারবে।