
খেলোয়াড় হিসেবে সেরাদের একজন বিরাট কোহলি। কিন্তু যখন নেতৃত্বের কথা আসে তখন তাকে এগিয়ে রাখা যাবে না। কোহলির অধিনায়কত্ব নিয়ে আগে অনেকবার আলোচনা-সমালোচনা হয়েছে।
এবার আরও একবার অধিনায়কের পদ থেকে কোহলিকে সরিয়ে দেওয়ার দাবি উঠলো। তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে কোহলি যুতসই কিনা সেই প্রশ্নই ঘুরেফিরে সামনে আসছে।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের টি-টোয়ন্টি বিশ্বকাপ আসর। ভারত এবারের বিশ্বকাপের আয়োজক থাকলেও বিশ্বকাপ হবে আরব আমিরাতে।
২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। নিজেদের আয়োজিত এবারের বিশ্বকাপ জিততে চায় তারা। কিন্তু বিশ্বকাপের আগে কোহলির নেতৃতে নিয়ে আবারও উত্তপ্ত ভারতীয় ক্রিকেটাঙ্গন।
তবে বিশ্বকাপের আগে ভারতের নেতৃত্বে পরিবর্তন আনা ঠিক হবে না বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার দ্বীপ দাসগুপ্তা। তার মতে, বৈশ্বিক মঞ্চে এবারও ভারত ভালো খেলবে। সেটা হবে কোহলির হাত ধরে।
তিনি বলেন, কোহলিকে সরিয়ে দেওয়ার উপযুক্ত সময় এটা না। বিশ্বকাপের আগে কোহলিকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। সামনেই বিশ্বকাপ। অধিনায়কত্ব নিয়ে ভাবতে সময়ের প্রয়োজন। কারণ নতুন অধিনায়কের অধীনে মানিয়ে নিতে বেশি কঠিন হবে।