
লাতিন আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার লড়াই শেষের দিকে। টুর্নামেন্টে আর কেবল চারটি ম্যাচ বাকি আছে। দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ ও ফাইনাল।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এখন পর্যন্ত ৪ গোল নিয়ে শীর্ষে আছেন তিনি। গোল করার পাশাপাশি ৪ গোল করিয়েছেন তিনি।
সর্বোচ্চ গোল নিয়ে কোপা আমেরিকার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে সবার উপরে আছেন তিনি। যদিও কোপায় কখনো গোল্ডের বুট জেতা হয়নি মেসির। তবে এবার সুযোগ রয়েছে।
টুর্নামেন্টে দুই গোল করে মেসির পরেই আছেন পাঁচজন। তারা হলেন- আর্জেন্টিনার পাপু গোমেজ ও লাউতারো মার্টিনেজ, পেরুর আন্দ্রে ক্যারিলো ও জিয়ানলুকা লাপাদুলা এবং ব্রাজিলের নেইমার।
তবে সবাই এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছে। যার ফলে কে গোল্ডেন বুট জিতবেন সেটা এখনো বলা যাচ্ছে না। এখন দেখার বিষয় কে মেসিকে টপকাতে পারে।