
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
একমাত্র টেস্টে খেলা হচ্ছে না দেশসেরা ওপেনার তামিম ইকবালের। হাঁটুর ইনজুরিতে ভুগছেন তামিম। এ কারণে টেস্টে খেলা হবে না তার। এদিকে ১৬ মাস পর দলে ফিরলেও একাদশে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের সাদা জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। এদিকে ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী/এবাদত হোসেন।