
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
ইনজুরির কারণে একমাত্র টেস্টে নেই তামিম ইকবাল। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়াও একাদশে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।