
কোপা আমেরিকার ফাইনাল মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ১৪ বছর পর কোপার ফাইনালে লড়বে এই দুইদল। এদিকে ফাইনালে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল।
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে গ্যাব্রিয়েল জেসুসকে পাচ্ছে না ব্রাজিল। কারণ কোয়ার্টারের ফাইনালের ম্যাচে চিলির ইউজেনিও মেনা কে উড়ন্ত লাথি দেয়ায় লাল কার্ড দেখেছিলেন জেসুস।
এ কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রনকারী সংস্থা (কনমেবল)। এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে না ব্রাজিল। সেমিফাইনালের পর ফাইনালেও জেসুসকে পাবে না তারা।
ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জেসুস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেন, দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা ও কোনো আপিলের সুযোগ নেই? অভিনন্দন কনমেবল, আমার মনে হয় তোমরা দেখোনি মাঠে কি ঘটেছিল।