
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ওভারেই সাঝঘরে ফিরেন সাইফ হাসান। ৫ বলে খেলে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে শূন্য রান করে ফিরেন তিনি।
এরপর পঞ্চম ওভারে বাংলাদেশ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মুজারাবানি। তার বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে ফিরেন নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান।