
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৫৪ ও তাসকিন আহমেদ ১৩ রানে অপরাজিত ছিলেন।
আজ দ্বিতীয় দিন মাঠে নেমে মাহমুদউল্লাহর সঙ্গে রানের গতি বাড়াতে থাকেন তাসকিন। নবম উইকেটে শত রানের জুটি গড়েন এই দুইজন।
এরই মধ্যে শতক হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। প্রায় ১৬ মাস পর দলে জায়গা পেয়েই নিজেকে মেলে ধরেছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটার নিজের অভিজ্ঞতার প্রমাণ দিলেন আবারও।
দলের বিপর্যয়ে লড়াই করে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১৯৫ বলে ১১ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯২ রান।