
রোববার ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।
অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটে রদ্রিগো ডি পলের দুর্দান্ত থ্রু বলে এডারসনকে ফাঁকি দিয়ে দারুণ চিপ শটে ব্রাজিলের জালে বল জড়ান ডি মারিয়া।
শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। একই সঙ্গে জাতীয় দলের জার্সিতে এটিই মেসির প্রথম শিরোপা।
অফফর্মে থাকা নিকোলাস গনজালেজকে বসিয়ে ফাইনালের শুরুর একাদশে ডি মারিয়াকে জায়গা দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই ডি মারিয়ায় জেতালেন আর্জেন্টিনাকে।