
২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে তারা ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে। এরই মধ্য দিয়ে দেশের জার্সিতে প্রথম শিরোপা জিতল লিওনেল মেসি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শিরোপা জয়ের আক্ষেপ অনেক দিনের। শেষ পর্যন্ত তা পূর্ণ হল। প্রথম শিরোপা জেতায় বন্ধু মেসিকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
খেলায় একদল জিতবে আরেক দল হারবে এটাই নিয়ম। ফাইনালের শেষ বাঁশি বেজে উঠার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠেন মেসিরা। অন্যদিকে হতাশা আর চোখের পানি নিয়ে মাঠ ছাড়েন নেইমাররা।
তবে পুরস্কার বিতরণীতে মঞ্চে উঠার আগে বন্ধু মেসিকে অভিনন্দন জানান নেইমার। কাছে গিয়ে বুকে টেনে নেন নেইমার। মেসিও বন্ধু নেইমারকে দীর্ঘক্ষণ বুকে জড়িয়ে রাখেন। এরপর পুরস্কার বিতরণী শেষে জার্সি খুলে পাশাপাশি বসে ছবিও তুলেন তারা।