
আগামী ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এর মধ্যে ছয়টি টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ। এই দুই বিশ্বকাপ বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চায় পিসিবি।
বিশ্বকাপ আয়োজনের জন্য সব ধরণের সুবিধসহ দশটি ভেন্যুর প্রয়োজন। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পক্ষে এ শর্ত মেনে এককভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। এ কারণে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায় পাকিস্তান।
বিষয়টি নিশ্চিত করে পিসিবির সভাপতি এহসান মানি বলেন, আমরা আইসিসির কাছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আমরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সমঝোতা করতে চাই।