
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। অজিদের ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ৩১ বল হাতে রেখে জয় পায় উইন্ডিজরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে অস্ট্রেলিয়া। অজিদের পক্ষে মার্কোস হেনরিকস খেলেন সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে।
এছাড়াও ম্যাথু ওয়েড ২৩, অ্যাস্টন টার্নার ২৪, অ্যালেক্স ক্যারি ১৩ ও মিচেল মার্শ ৯ রান করেন। উইন্ডিজদের পক্ষে হেইডেন ওয়ালশ ২টি, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো ওবিদ ম্যাককয় ১টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ এক ইনিংস খেলেন ক্রিস গেইল। ৩৮ বলে ৪ চার ও ৭ ছয়ে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও লেন্ডল সিমন্স ১৫, ডোয়াইন ব্রাভো ৭ ও আন্দ্রে ফ্লেচার ৪ রান করে ফিরেন।
অধিনায়ক নিকোলাস পুরান ৩২ ও আন্দ্রে রাসেল ৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এরই ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নিল উইন্ডিজরা।