
কোপা আমেরিকা ও ইউরো কাপের ফাইনাল একই দিনে শেষ হয়েছে। ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে ইতালি।
যদি এই দুই চ্যাম্পিয়নের মধ্যে লড়াই হয় তাহলে কেমন হবে? ‘সুপার কাপে’ মুখোমুখি হতে পারে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনা।
জানা গেছে, এই ম্যাচ আয়োজনের জন্য এরই মধ্যে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং উয়েফা আলোচনা করছে। ২০২২ কাতার বিশ্বকাপের আগেই এই ম্যাচ আয়োজিত হতে পারে।
খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক পত্রিকা দিয়েরো ওলের মতে, খুব শিগগিরই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কনমেবল ও উয়েফার কথাবার্তার পর এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।