
অলিম্পিকের এবারের আসর অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে। অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ পরাশক্তিরা।
আগামী ২২ জুলাই জার্মানির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একইদিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০১৬ অলিম্পিকের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।
সেবার ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন নেইমার। এবার ব্রাজিলের অধিনায়ক হিসেবে আছেন দানি আলভেজ। ব্রাজিল গ্রুপে জার্মানি ছাড়াও আছে আইভরিকোস্ট ও সৌদি আরব।
অলিম্পিকে অনূর্ধ্ব ২৪ দলের খেলোয়াড়রা অংশ নিতে পারে। তবে প্রতিটি দল ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় খেলাতে পারে।
ব্রাজিল স্কোয়াড: গোলরক্ষক: সান্তোস, ব্রেনো।
ডিফেন্ডার: ডানি আলভেস, গ্র্যাবিয়ের মেনিনো, গুইলহারেমে আরানা, গ্যাবিয়েল মাগালহায়েস, নিনো, দিয়েগো কার্লোস।
মিডফিল্ডার: ডগলাস লুইজ, ব্রুনো গুইমারায়েস, জারসন, ক্লডিনহো, ম্যাথুস হেনরিক।
ফরোয়ার্ড: ম্যাথুস কুনহা, ম্যালকম, এন্টনি, পলিনহো, পেড্রো।