
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টেস্টে খেলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস।
দুর্দান্ত এই ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহমুদউল্লাহ। একই সঙ্গে এবার টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। ৪৪ নম্বর পজিশনে অবস্থান করছেন তিনি।
বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। ৯৫ রানের ইনিংস খেলা লিটন ১৫ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন। এদিকে ১৪৮ রান দিয়ে ৯ উইকেট শিকার করে মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ২৪ নম্বরে অবস্থান করছেন।