
চলতি জিম্বাবুয়ে সফরে প্রথম হারের দেখা পেয়েছে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট, তিনটি ওয়ানডে, প্রথম টি-টোয়েন্টি জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে টাইগাররা।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের স্বাদ নিল বাংলাদেশ। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজে ফিরেছে জিম্বাবুয়ে। সিরিজের ফলাফল নির্ধারিত হবে শেষ ম্যাচে।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে ৪৩ রানে জয় পেয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের হয়ে ওয়েসলে মাধেভেরে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন। এছাড়াও রায়ান বার্ল ৩৪ ও ডিয়ন মেয়ার্স করেছেন ২৬ রান। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩টি, মেহেদী হাসান ও সাকিব আল হাসান ১টি করে উইকেট শিকার করেন।
ব্যাট হাতে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন শামীম হোসেন। অভিষেক ম্যাচে দলের বিপর্যয়ে এই ইনিংস খেলেন তিনি। এছাড়াও আফিফ হোসেন ২৪, মোহাম্মদ সাইফউদ্দিন ১৯, মেহেদী হাসান ১৫ ও সাকিব আল হাসান ১২ রান করেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।