
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। করোনাকালীন সময়ে বিধিবিষেধের বেড়াজালে পড়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন দেশের অন্যতম সেরা তারকা মুশফিকুর রহিম।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন আসায় বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে দু-একদিন পিছিয়ে যেতে পারে ম্যাচের সূচি।
আর এমনটা হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে কোনো বাধা থাকবে না মুশফিকের। যদিও এখনও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিসিবির গুরত্বপূর্ণ এক বোর্ড কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ২-৩ দিন পেছালে খেলতে পারবেন মুশফিক। ১০ দিনের বাধ্যবাধকতা মেনে মুশফিককে খেলাতে পারবে বাংলাদেশ। এক্ষেত্রে আর কোনো সমস্যায় থাকবে না।
আগামী ২৯ জুলাই বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে তারা যদি ১-২ তারিখে বাংলাদেশে পা রাখে তাহলে সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে কপাল খুলতে পারে মুশফিকের।