
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম টি-টোয়েন্টি জয়ের পর দ্বিতীয়টিতে হেরেছে বাংলাদেশ। এর ফলে শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচ দুই তারকাকে পাচ্ছে না বাংলাদেশ।
ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলতে পারবেন না লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে সফরে খেলছেন লিটন-মুস্তাফিজ। তবে ইনজুরির মাত্রা বেড়ে যাওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তারা।
শেষ টি-টোয়েন্টিতেও তাদেরকে পাবে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পেয়েছিলেন লিটন। তবে ব্যথ্যা নিয়েই খেলছিলেন তিনি। চোটের মাত্রা বেড়ে যাওয়ায় লিটনের মত খেলা হচ্ছে না মুস্তাফিজেরও।