
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হারে বাংলাদেশ দল। এর ফলে সিরিজ ১-১ সমতায় রয়েছে।
আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে দুইদল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে বোলিং করবে টাইগাররা। বাংলাদেশ একাদশে এসেছে ১টি পরিবর্তন। মেহেদী হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।