
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ মাঠে নামে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে রীতিমত তাণ্ডব চালান জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মেধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানি।
ষষ্ঠ ওভারের শেষ বলে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ২৭ করে মারুমানি ফিরলেও এই জুটিতে পাওয়ার প্লেতে আসে ৬৩ রান। বাংলাদেশের বোলারদের পাত্তা না দিয়ে ৫৭ বলে শত রান তুলে নেয় জিম্বাবুয়ে।
ইনিংসের ১১তম ওভারে নাসুম আহমেদের বলে টানা তিন ছক্কা হাঁকান রেগিস চাকাবা। জিম্বাবুয়ের তাণ্ডব থামান সৌম্য সরকার। চাকাবাকে ফেরানোর পর সিকান্দার রাজাকেও সাঝঘরে পাঠান সৌম্য।
২২ বলে ৬ ছয়ে ৪৮ রানের ইনিংস খেলেন চাকাবা। অন্যদিকে রানের খাতা খুলতে পারেননি সিকান্দার রাজা। এরপর ৩৬ বলে ৬ চারে ৫৪ রান করে সাকিব আল হাসানের শিকার হন মেধেভেরে।
শরিফুল ইসলামের বলে নাসুমের হাতে ক্যাচ দিয়ে ২৩ রান করে ফিরেন ডিয়ন মায়ার্স। এরপর ব্যাট হাতে রানের চাকা সচল রাখেন রায়ান বার্ল। শেষ পর্যন্ত ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি।
এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে জিম্বাবুয়ে। সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১৯৪ রান।