
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। এবার ম্যাচ শুরুর সময় চূড়ান্ত হয়েছে।
ম্যাচগুলো বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
তবে বিশেষ প্রয়োজনে দুই বোর্ড আলাপ-আলোচনা করে সময়ে পরিবর্তন আনতে পারে বলেও জানিয়েছেন তিনি। এক্ষেত্রে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
আসন্ন সিরিজকে সামনে রেখে আগামী ২৯ জুলাই বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। তিন দিনের কোয়ারেন্টাইনে থাকে ১ আগস্ট থেকে অনুশীলন শুরু করবে অজিরা।
আগামী ৩ আগস্ট ৩ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।