
আগামী ২৯ জুলাই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরেই আবারও ব্যস্ত হয়ে পড়বে তারা। কারণ এদিনই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্তের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে থাকা বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডই থাকবে। ইনজুরি ও কোয়ারেন্টাইন ইস্যুতে পূর্ণ শক্তির দল পাচ্ছে না টাইগাররা।
দেশে ফিরেই বায়ো বাবলে প্রবেশ করবে টাইগাররা। নতুন কোনো ক্রিকেটার যুক্ত করা যাবে না স্কোয়াডে। এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলের তিনজনকে টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে রেখে দেওয়া হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্তানুযায়ী ও কোয়ারেন্টাইন জটিলতায় খেলতে পারবেন না মুশফিকুর রহিম। এদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল ও লিটন দাস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রুবেল হোসেন।