
জিম্বাবুয়ে সিরিজ শেষে এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার অপেক্ষায় আছেন সাকিব। তামিম ইকবালকে টপকে শীর্ষে উঠতে সাকিবের প্রয়োজন আর মাত্র ৯৭ রান।
৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭০১ রান করেছেন তামিম। অন্যদিকে ৭৯ ম্যাচে সাকিবের রান ১৬০৪। তামিমকে টপকে শীর্ষে উঠতে সাকিবের করতে হবে আর ৯৭ রান।
সাকিবের সামনে দারুণ এক সুযোগ রয়েছে শীর্ষে উঠার। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলবেন না তামিম। এক্ষেত্রে তামিমকে টপকে শীর্ষে উঠার দারুণ সুযোগ রয়েছে সাকিবের সামনে।