
একই সময়ে দুই দেশের বিপক্ষে খেলছে ভারত। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে ভারতের জাতীয় দল। শ্রীলঙ্কার বিপক্ষে শিখর ধাওয়ানকে অধিনায়ক করে তরুণদের দল পাঠিয়েছে ভারত।
শুরুতে ভারতের এই দলকে ‘বি’ দল বললেও এখন সুর পাল্টিয়েছে ভারতীয় মিডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর ভারতের এই দলকে তৃতীয় সারির বলছে খোদ ভারতোয় মিডিয়া।
এই দল নিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর দেশটির কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ বলেছিলেন, ভারতের এই দল দ্বিতীয় সারির নয়; তারা বিশ্বকাপও জিততে পারে।
কিন্তু এবার হারের পর ভারতীয় মিডিয়া সুর বদলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় শ্রীলঙ্কার! কাছে গিয়েও হার তৃতীয় সারির ইন্ডিয়ার।’ টাইমস অব ইন্ডিয়ার বাংলা ভার্সন ‘এই সময়’ লিখেছে, ‘আম্পায়ারের সাহায্যে ভারতের সি টিমকে হারিয়েছে শ্রীলঙ্কা’।