
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বিকাল ৪টায় ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। বিকাল ৪টায় তাদের বহনকারী চার্টার্ড বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যাবে অস্ট্রেলিয়া। টিম হোটেলে তিনদিন কোয়ারেন্টাইনে থাকার পর আগামী ১ আগস্ট থেকে অনুশীলন শুরু করবে অজিরা।
ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আসন্ন সিরিজে অস্ট্রেলিয়া দলকে কে নেতৃত্ব দিবেন সেটা এখনো নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, আগামী ৩ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুইদল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।